ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালি

সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালি

সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সরকারি শিশু পরিবার চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, এনডিপি'র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, সহকারি পরিচালক মনিরুল ইসলাম, সুখের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, মুহাম্মদ মতিয়ার রহমান ও তৌহিদুল ইসলাম প্রমূখ।

এ সময় বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ, এতিম খানার শিক্ষক, শিক্ষার্থী, প্রতিবন্ধী, অভিভাবক, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত