সিরাজগঞ্জের সমাজ সেবক আব্দুল মান্নান সরদার আর নেই
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৫০ | অনলাইন সংস্করণ
এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সাংবাদিক শরীফ আহম্মেদ ইন্নার বাবা বিএনপি পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান সরদার (৭২) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন এবং সোমবার রাতে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার মৃত নুরু সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ওই মহল্লার পঞ্চায়েত, মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি ছিলেন এবং তিনি একসময় সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। মঙ্গলবার বাদ জোহর ওই মহল্লার ঈদগাহ মাঠে জানাযা শেষে কেন্দ্রীয় মালশাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হয়েছে। তার জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বিএনপির নেতৃবৃন্দ শোকহাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।