বর্তমান সরকারের অধীনেই জাতীয় নির্বাচন: প্রাণীসম্পদমন্ত্রী

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৩ | অনলাইন সংস্করণ

  জাহিন রিয়াজ, সাভার প্রতিনিধি

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারে অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেউ বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। 

শুক্রবার বিকেলে সাভারের পার্শ্ববর্তী ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায় নিলা বর্ষা রিভার কুইন পার্কে নাজিরপুর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, যুক্তরাষ্ট্রের কথায় বাংলাদেশ চলে না। বাংলাদেশের মানুষের কথায় এই দেশ চলে। জনগণ নির্বাচনে যে দলকে ভোট দেবে সেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

অপরদিকে সাভারের হেমায়েতপুরের জোরপুর এলাকায় লাজ পল্লীতে লাজ ফার্মার এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। এই সরকারের সময়ে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।