করোনায় প্রথম শহীদ ফেনীর প্রয়াত সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার লেমুয়া দেয়ানজি বাড়ীতে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সকাল থেকে দুই শতাধিক শিশু, এতিম, অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফেনী বিএমএ'র সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, ঢাকার রাজস্ব কর্মকর্তা মাওলানা আবদুল কুদ্দুস, পিডব্লিউ কর্মকর্তা আকবর হোসেন চৌধুরী, মাওলানা ওয়াজি উল্যাহ, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস,এম মাসুদ রানা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডাঃ সিরাজুল মামুন, ঢাকা ডেল্ট হাসপাতালের চিকিৎসক ডাঃ আরিফুল ইসলাম, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি যতন মজুমদার,সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, সদস্য এমএ জাফর, ফটো সাংবাদিক এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান পাটোয়ারি, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম, সাবেক চেয়ারম্যান ফেরদৌস কোরাইশি, কামরুজ্জমান তারুকদার, এড, শেখ মোঃ বাহার উল্যাহ, মরহুম ডাঃ সাজ্জাদ হোসেনের মামা আকতার হোসেন, ভাই আমজাদ হোসেন শাহীন, স্ত্রী ডাঃ নাদিয়া দিলরুবা পপি সহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন দেয়ানজি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হোসেন আহম্মেদ। উল্লেখ্য ২০২০ সালের ৭জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।