ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে মুজিব বর্ষ উপলক্ষে ৬৫০ জন গৃহ ও ভূমিহীনকে দলিল হস্তান্তর

কাউখালীতে মুজিব বর্ষ উপলক্ষে ৬৫০ জন গৃহ ও ভূমিহীনকে দলিল হস্তান্তর

কাউখালী উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৬৫০ জন গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমি ও পাকা ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভূমি ও গৃহ হীন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে মুজিব শতবর্ষে দেশব্যাপী ভূমি ও গৃহ প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় কাউখালীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ৩৮টি ভূমিহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলার চর বাসুরি নামক স্থানে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে দলিল প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার,সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান লাইবুজ্জামান মিন্টু, আমরাজুরি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সি ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমূখ। এর আগে ৬১২ জন ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও দলিল হস্তান্তর করা হয়।

কাউখালী,গৃহ ও ভূমিহীন,দলিল হস্তান্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত