নকলায় বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ঢাকাগামী এক বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামের এক ট্রলি চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার পাইস্কা বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফারুক হোসেন শেরপুর সদর উপজেলার সূর্য্যদি গ্রামের আব্বাস আলীর ছেলে এবং পেশায় ট্রলির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে তেল নেয়ার জন্য রাস্তার পাশে দাড়ায়। এদিকে জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালক মারা যায়। বাস চালক বাসটি থামিয়ে কৌশলে পালিয়ে গেলেও, বাসটি জব্দ করেছে নকলা থানার পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ নকলা থানায় নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হলেও, বাস চালক কৌশলে পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে বলে ওসি রিয়াদ মাহমুদ জানান।