সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫২ | অনলাইন সংস্করণ
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ
মানিকগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক নবচেতনা ও বার্তা বাজার পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. সজল আলীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মানিকগঞ্জে কর্মরত পেশাদার সাংবাদিকেরা। ভূক্তভোগী সাংবাদিক এ বিষয়ে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে জুমআর নামাজ শেষে বাসায় ফেরার পথে ঘিওর উপজেলার বাঠইমুড়ী বাজারে মটরসাইকেলের গতিরোধ করে সাংবাদিক সজল আলীকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ অনুসন্ধানী সাংবাদিক মো. সজল আলী বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশ করে। সেসব সংবাদ জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার বেরিরচর গ্রামের কোকিল মিয়ার ছেলে মো. সবুজ মিয়া ও আরিফ মিয়ার ছেলে আজিম মিয়া বাঠইমুড়ী বাজারে সাংবাদিক সজলের মটরসাইকেল গতিরোধ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। প্রকাশ্য প্রাণনাশের হুমকি দেয়ায় ভূক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, সাংবাদিক সজল আলীকে হুমকি দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।