ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:১৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, দুপুরে বাজারের দুটি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে (বেকারী) নোংরা পরিবেশে খাবার তৈরী করার কারণে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনসহ যৌথ অভিযান করে আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তর্ণী পণ্য পাওয়ায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন্নেছা ও ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
অভিযানকালে ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য সহযোগিতা করেন। বাজার নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।