নোয়াখালীতে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪৯ | অনলাইন সংস্করণ
মানিক ভূঁইয়া, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিল্ডিং নির্মাণের কনস্ট্রাকশন কাজে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নির্মাণ শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারের জাফর কমিউনিটি সেন্টারেএবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড এ আয়োজন করে।
এসময় নির্মাণ কাজে কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে গুনগতমান যাচাই এবং এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি সম্পর্কে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা। পরে নৈশভোজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।
এতে টেকনিক্যাল বক্তব্য রাখেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মনির হোসাইন। মিম ট্রেডার্সের সত্বাধিকারী মো. মিজানুর রহমান রাজু সার্বিক তত্বাবধানে এরিয়া ম্যানেজার মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জোনাল সেলস ম্যানেজার (জোন-৪) মো. সউদ আলী রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, ভবন নির্মাণ কাজে কন্সট্রাকশন কেমিক্যালের প্রয়োজনীয়তা গুরুত্বারোপ করা হয়। সেই সম্পর্কে নির্মাণ শিল্পীদের দিক নির্দেশনা প্রধান করা হয়।
কর্মশালায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্মাণ কাজের ঠিকাদারসহ শতাধিক নির্মাণ শিল্পীরা অংশগ্রহন করা হবে।