ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান 

নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান 

পটিয়া উপজেলায় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কারী বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদানের এক মহতী কার্য্যক্রম গ্রহণ করেছেন মানবিকতায় অনন্য ন্যাড ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকার নাইন চৌধুরী জীবন।

ফাউন্ডেশনের কার্যক্রমের এ পর্যায়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের (শহীদ, মরহুম ও জীবিত) তালিকা করে এ সন্মাননা দেওয়া হচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাবৃন্দ হলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননেতা এস. এম. ইউসুফ, এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী,চৌধুরী মাহাবুবুর রহমান,রফিকুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, ফজল আহমদ চৌধুরী, বাদশা মিঞা, প্রয়াত বৃন্দাবন নাথ, কবির আহমেদ, খায়ের আহমদ,গাজি মোঃ আবুল কাসেম,আবদুল মান্নান,মোঃ আলী আহামদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আলম, শেখ বদিউল আলম, মোহাম্মদ ইছহাক,আহমদ ছগির,মোঃ আবুল কাশেম চৌধুরী,মোঃ নুরুল আলম,আবদুল গফুর এবং মোঃ আবু তাহের।

ফাউন্ডেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা আসিফ ইকবালের পরিচালনায় এবং অন্যতম উপদেষ্টা কাজী মোর্শেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান,ইব্রাহিম আকতারী,ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বার,ডাঃ জাহাংগীর,পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউছুপ খান,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের, ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ খান নিলয়, আরাফার জুয়েল, আরাফাত সানি ও মারুফ সহ প্রমুখ।

পটিয়া,দোভাষ ফাউন্ডেশন,বীর মুক্তিযোদ্ধা,সম্মাননা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত