পিরোজপুরে হাঁড় ভাঙ্গার অপচিকিৎসায় পঙ্গু ট্রাক ড্রাইভার
চার ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার মোঃ মিলন সেখ নামের এক ট্রাক ড্রাইভার বাগেরহাটে হাঁড় ভাঙ্গার অপচিকিৎসায় পঙ্গু হয়ে আদালতে বিচারের প্রত্যাশায় মামলা দায়ের করেছেন। পিরোজপুর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিক আহেেম্মদের আদালতে পঙ্গু মিলন সেখ ও তার স্ত্রী ডলি আক্তার হাজির হয়ে রোববার বিকালে মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী ডলি আক্তার জানায়, তার স্বামী পঙ্গু মিলন সেখ একজন ট্রাক ড্রাইভর। সড়ক দুর্ঘটনায় তার ম্বামীর দুপায়ের হাঁড় ভেঙ্গে গেলে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেয়। পরে অভিযুক্ত আসামীরা তাদের কম টাকা এবং আধুনিক চিকিৎসার নাম করে ঢাকা থেকে বাগেরহাটে নিয়ে আসে। এসময় ট্রাক ড্রাইভার ও তার স্ত্রী বাগেরহাটে এসে ভূয়া ডাক্তার চক্রের খপ্পরে পরে এবং চিকিৎসার নামে একটি বাসায় তাদেরকে জিম্মি করে চিকিৎসার নামে কয়েক দফায় লক্ষ টাকা হাতিয়ে নেয়। মামলার প্রধান আসামী মো: মনিরুজ্জামান, মুকুল মোল্লা, এমাদুল হক ও তুহিন অপচিকিৎসার নামে প্রায় তিনমাস পঙ্গু রোগীকে ফেলে রেখে তারা বাসা থেকে হঠাৎ পালিয়ে যায়।
বাদী পক্ষের আইনজীবী আবু সালে মোহাম্মদ ওমান জানান, পঙ্গু মিলন সেখ শেষমেস দুয়ারে দুয়ারে ঘুরে বিচার না পাওয়ায় ভূয়া ডাক্তার দলের ৪ জন সদস্যকে আসামী করে আদালতে মামলার জন্য কাগজপত্র দাখিল করলে আদালত বিষটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন।