সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ২০:০১ | অনলাইন সংস্করণ

  এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে সংঘর্ষে ২৩ জন গুলিবিদ্ধের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ওই গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেছেন। এ মামলায় ছাত্রলীগ নেতা আরিফসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফ (৪০) ও বুলবুলের ছেলে শাকিল (৩৫) ও আল মাহমুদের ছেলে সাহেদ (৩৭)। সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এ মামলা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সংঘর্ষে ব্যবহৃত একনালা বন্দুক জব্দ করা হয়েছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিস থেকে জমির দলিল উঠানো নিয়ে ওই গ্রামের রুবেল সরকারের সাথে দলিল লেখক আলম হোসেনের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার দুপুরে ওই ২ জনের মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে উভয়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ চলাকালে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে এলোপাথারি গুলি ছুঁড়লে ২৩ জনের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এদিকে সংঘর্ষ এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।