ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ মানুষের মাঝে পাঁচ শতাধিক কম্বল ও ছয় শতাধিক চিকিৎসা বঞ্চিত নারী পুরুষ ও শিশুর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ (পিএসসি), সহকারী পরিচালক মিজানুর রহমান, বেসামরিক মেডিক্যাল অফিসার ডাঃ নির্মলেন্দু সাঁজোয়াল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরু, বিজিবি'র সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী সীমান্ত,বিজিবি ব্যাটালিয়ন,শীতবস্ত্র,চিকিৎসা সেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত