ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন 

সিরাজগঞ্জে টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামীলীগ নেতা আব্দুল হাই সরকারের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলের দিকে ওই উপজেলার নওগাঁ হাটের ঝংকার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাবেদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা জাকির হোসেন রনি, কামরুজ্জামান রাজু, শবনম খন্দকার বাবু, যুবলীগ নেতা কেএম মনিরুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বাহারি, গ্রাম্য প্রধান জাব্বার মোল্লা, জরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, রবিউল মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, নওগাঁ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার এলাকার উন্নয়নমূলক কাজে কাবিখার নানা প্রকল্পের বরদ্দাকৃত টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি নওগাঁ শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজার ওয়াকফ কমিটির মোতাওয়াল্লী হওয়ার সুবাদে ভুয়া ভাউচার দিয়ে মাজারের টাকা আত্মসাৎ করেছে। নানা কাজে তদবির করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আ’লীগ নেতা আব্দুল হাই সরকার বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,টাকা আত্মসাত,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত