ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কূপ খনন করতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জে কূপ খনন করতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লায় নির্মাণাধীন শৌচাগারের কূপ খননের সময় মাটি ধসে পড়ে শ্রমিক আশরাফ আলী (৩০) নিহত হয়েছে। সে কামারখন্দ উপজেলায় ফকির চরের বাদশা শেখের ছেলে। সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলে ওই মহল্লার জনৈক আব্দুর রহমানের বাড়িতে শৌচাগারের কূপ খনন করছিল আশরাফসহ ৩ শ্রমিক। প্রায় ২০ ফুট গভীর করে খননের পর কূপের মধ্যে মাটির পাত বসাতে নিচে যায় আশরাফ। এ সময় মাটি ধসে পড়লে ওই শ্রমিক নিচে চাপা পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,কূপ খনন,শ্রমিক নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত