নারায়ণগঞ্জে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের মূলহোতাসহ ৮ জন গ্রেফতার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
শরীফ সুমন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকায় মোজাম্মল পার্কের ভিতর পরিত্যাক্ত ঘরের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় ১১ জানুয়ারী রাতে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার সোনারগাঁ থানাধীন বারদী ইউনিয়নের মাদারপাড়া এলাকার শুকুর আলীর পুত্র সুজন মিয়া (২৫), একই এলাকার আব্দুল সালেকের পুত্র আব্দুল হাই (৩৫), আড়াইহাজারের বারইপাড়া এলাকার মোঃ হোসেনের পুত্র আওলাদ হোসেন (২৫), বারদীর চংগাকান্দি এলাকার মোঃ সজলের পুত্র ইমরান ওরফে ইমন (২২), মসলন্দপুরের মোঃ জামালের পুত্র আল আমিন (২৪), বিষনদি এলাকার ওসমান গনির পুত্র নুর ইসলাম (৩৮), মসলন্দপুর এলাকার খাদেম আলীর পুত্র মোঃ বকুল (৩২), চংগাকান্দি এলাকার তাজউদ্দীনের পুত্র ফয়সাল (২০)। উক্ত অভিযানে গ্রেফতারকত আসামীদের হেফাজত থেকে ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছোড়া, ১টি শাবল, ২টি জি আই পাইপ, নগদ ৫,৯২০/-টাকা, ৭টি মাবাইল, ১০টি সীম উদ্ধার করা হয়।
র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারাক্তি প্রদান করেছে।