বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ব্যাপক যোগাযোগের একটা নেটওয়ার্ক গড়ে তুলছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ফলে এদেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলি ট্যানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প আজ বাস্তবায়িত হয়েছে।
শুক্রবার বিকেলে (১৩ জানুয়ারী) পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) উপজেলার বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন শেষে মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারী নীতি প্রনয়ন করতে হবে। আগে একজন প্রধানমন্ত্রী ছিল, তার সময়ে মন্ত্রী, এমপি ছিল জামাতে ইসলামীর আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী-তারা বলতো নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না। নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। ওই জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না। নারীদেরকে পিছনে রেখে একটা জাতি কোনদিনও এগিয়ে যেতে পারে না।
মন্ত্রী আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নাই। মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করাই সৃষ্টির সেরা জীবের কাজ, মানুষের কল্যাণে নিজের মেধা, সম্পদ ও শ্রমকে ব্যয় করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনু-প্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এধারা অব্যহত রাখতে আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। মন্ত্রী এর আগে, নেছারাবাদ উপজেলা পরিষদে উপস্থিত হয়ে আরামকাঠী শান্তিরহাট হতে আব্দুল লতিফ হাউজ সড়কের শুভ উদ্বোধন করে, আরামকাঠী হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজর চারতলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেণ। আরামকাঠী হাজী আব্রাহিম হাইস্কুল থেকে ধলাবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আরামকাঠী বাজার ব্রিজ হতে জলাবাড়ি ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের, এডভোকেট এসএম ফুয়াদ, ইউএনও মো. মাহাবুব উল্যাহ মজুমদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, ওসি আবির মোহাম্মদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসন, মো. খলিলুর রহমানের সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরামকাঠী হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজর চারতলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেণ। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দুর্নীতিকে আমরা যদি সমূলে বিনাশ করতে না পারি তবে আমাদের অর্জিত স্বাধীনতা অর্থবহ হবে না। নতুন প্রজম্মকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিনত করতে, অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়নে কাজ করে চলছি। ইতোমধ্যে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রীকে তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।