চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শ্যামলী গুচ্ছগ্রামে শনিবার (১৪ জানুয়ারী) সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া, মোনাজাত এবং আলোচনার মধ্য দিয়ে দ্বিতল বিশিষ্ট নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার আধুনিক হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা ৪ বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর( অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সম্পাদক হাজী জসীম উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দুইবারের নির্বাচিত ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফিরোজ আহম্মেদ হীরা এর সভাপতিত্বে এবং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিজয় চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭ নং বড়কুল পশ্চিম ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ হাসেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।