আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে ঐতিহ্যবাহী সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে 'টি-২০' ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন সিটি ক্লাব ও রানারআপ প্রচেষ্টা ক্লাব দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার আধুনিক হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা ৪ বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর( অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তিতে খেলাধুলার মান উন্নয়নে সার্বিক কাজ করা হবে। যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্ত হতে রক্ষা করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। জেলা তথা জাতীয় পর্যায়ে খেলাধুলা সহ সকল শিক্ষণীয় কাজে আমি কাজ করবো।আত্মনির্ভরশীল হওয়ার জন্য তথ্য প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান ও সামর্থ্য অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, বিশেষ করে হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠটি আধুনিকায়নে আমি অর্থ বরাদ্দ দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী জসীম উদ্দিন প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, অধ্যক্ষ মো. আবু ছাইদ, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, ১ নং রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, ৩ নং কালোচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৯নং গন্ধর্বপুর উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ৭ নং বড়কুল পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।