টাঙ্গাইলে হাসপাতালের নারীসহ ৬ দালালের কারাদণ্ড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৯ | অনলাইন সংস্করণ

  রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও মো. আবুবকর সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডিতরা হচ্ছেন- সদর উপজেলার করটিয়া গ্রামের আবুল কাশেম খানের মেয়ে জোছনা খান (৪০), সুরুজ গ্রামের মঙ্গল মিয়ার ছেলে খোকন মিয়া (৩৪), চরপাতুলী গ্রামের আ. হামিদ মিয়ার ছেলে মুসা মিয়া, সন্তোষ এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মিজানুর রহমান (৪০), দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মিরাজ আহমেদ (৬২) ও নাল্লাপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (৩৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, হাসপাতালে অভিযান চালিয়ে জোছনা খানকে ১৫ দিন, মিজানুর রহমানকে তিন মাসসহ বাকি চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তাদের কারাদণ্ড দেয়া হয়।