রাউজানে কৃষি উন্নয়নে কৃষকদের যা উপকরণ প্রয়োজন তার সবটুকু আমরা দিচ্ছি: ফজলে করিম চৌধুরী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২০:১৮ | অনলাইন সংস্করণ
গাজী জয়নাল আবেদীন, রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন কাশখালীকূলের সবজি ভান্ডার দেখে আমি অভিভূত। রাউজানে কৃষির উন্নয়নে কৃষকদের আরো যা উপকরণ প্রয়োজন, তার সবটুকু আমরা দেবো। এক ইঞ্চি জমি যাতে খালি না থাকে, সে বিষয়ে কৃষকদের খেয়াল রাখতে হবে।
তিনি গত ১৪ জানুয়ারি শনিবার সকালে রাউজান পৌরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডে শরীফপাড়া আইপিএম ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কৃষক সমাবেশ এবং কাশখালীকূলের সবজি ভান্ডার পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কৃষক আব্দুস শুক্কুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ২য় প্যানেল মেয়র সমীর দাশগুপ্ত, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আলী, কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধো সাধন পালিত, ইখতিয়ার উদ্দিন, আবদুল লতিফ, আবু ছালেক, উত্তম দাশগুপ্ত, ছাবের হোসেন, আবু তৈয়ব, নাছির উদ্দিন প্রমুখ।
সভার প্রারম্ভে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে শরীফপাড়া আইপিএম ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে রাউজানের সবজি ভান্ডার খ্যাত শরীফ পাড়ার কাশখালীকুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে কৃষকদের সাথে সবজি উৎপাদনে নানান সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন।