হালুয়াঘাটে ভারতীয় মদ সহ আটক দুই
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
হালুয়াঘাট, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাটে মদ সহ দুইজনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বালুয়াকান্দা গ্রাম থেকে হালুয়াঘাট থানার এসআই মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী সহ ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
আসামী ইয়াসিন আরাফাত বিজয় (১৯), সে বান্দরকাটা গ্রামের মুক্তার আলীর ছেলে এবং সজিব (১৭) সে বান্দরকাটা গ্রামের আনিছের ছেলে। এসময় বালুয়াকান্দা গ্রামের আবুল কাশেমের পুত্র ফজলু, বান্দরকাটা গ্রামের সুরুজ আলীর পুত্র ফাহাদ ও উসমানের নাতি সুমন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানার এসআই সাইদুজ্জামান বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।