ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কাহারোলে ৩৬০টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ  

কাহারোলে ৩৬০টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ  

রোববার রাতে কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ . নাইম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছাগল বিতরণ কালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান ইদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা মো. রায়হান আলী জানান, কাহারোল উপজেলা এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ এর আওতায় পয়েশ ছাগল পালন সিআইজি এর ২০ জন সদস্যদের মাঝে ৬০ টি ছাগী, ২টি পাঠা, ২০ টি মাচা বিতরণ করা হয়। এছাড়া এই প্রকল্পটি দেশের ২৭০টি উপজেলার নির্বাচিত সুফলভোগীদের মাঝে কার্যক্রম চলমান আছে। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১৮টি সিআইজি ৩৬০টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ফ্রি ভ্যাকসিনেশন, কৃমিনাশক ঔষধ বিতরণ, ইনফারটিলিটি ক্যাম্পেইন, মাঠ দিবস আয়োজন, প্রদর্শণী প্রদান করা হয়ে থাকে।

কাহারোল,অসহায় পরিবার,ছাগল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত