ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে ২ পরকিয়া প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে ২ পরকিয়া প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে গৃহবধূ সেতু খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যার দায়ে ২ পরকিয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্তরা হলো, ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৪)। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মোঃ নাজির মঙ্গলবার দুপুরে এ রায় দেন। ওই আদালতের পিপি এ্যাডঃ গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুনের প্রথম বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর একই এলাকার বেতকান্দি গ্রামের বাক প্রতিবন্ধী শিপন কারীর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। এ বিয়ের আগে থেকেই নূর ইসলাম ও শফিকুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর পরকিয়া ছিল। এমতাবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে ওই ২ পরকিয়া প্রেমিক সেতুকে স্বামীর বাড়ী থেকে ঘাটিনা ব্রীজ এলাকায় নিয়ে যায়। এ সময় তারা অবৈধ দৈহিক মিলনের প্রস্তাব দেয়। এতে সেতু অস্বীকার করে দুইজনের যে কোন একজনকে বিয়ে করতে বলা হয়। বিয়ে না করলে তাদের ২ জনের বাড়িতে গিয়ে অবৈধ এ সম্পর্কের কথা বলে দেয়ার হুমকি দেয়। এ সময় তারা ওই গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লেখিত রায় দেন।

সিরাজগঞ্জ,গৃহবধূ হত্যা,পরকিয়া প্রেমিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত