ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রয়াত সেই এমপিকে গোপনে প্রতি মাসে খরচ দিতেন বিরোধী দলীয় নেত্রী

প্রয়াত সেই এমপিকে গোপনে প্রতি মাসে খরচ দিতেন বিরোধী দলীয় নেত্রী

সাবেক দুইবারের সংসদ সদ্য প্রয়াত ময়মনসিংহ-৮ (গফরগাঁও) আসনের এমপি এনামুল হক জজ মিয়ার জীবদ্দশায় প্রতি মাসে গোপনে খরচ দিতেন ময়মনসিংহের সদর আসনের এমপি ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। মৃত্যুর পরে এমন তথ্য বেরিয়ে এলো ।

তথ্যটি নিশ্চিত করেছেন রওশন এরশাদের একান্ত সহকারী সচিব মো. মামুন হাসান ।

একান্ত সহকারী সচিব মামুন হাসান আরও জানান, এমপি এনামুল হক জজ মিয়ার সংকট মুহুর্তে পাশে ছিলেন নেত্রী রওশন এরশাদ। নেত্রী প্রচার বিমূখ মানুষ হওয়ায় বিষয়টি কেউ জানতেন না।তার নির্দেশে তিনি খুব গোপনে প্রতি মাসে বিকাশে ১৫ হাজার টাকা খরচ পাঠাতেন। জজ মিয়ার মৃত্যুর খবরে তিনি খুবই শোকাহত হয়েছেন।

গত ১৩ জানুয়ারি রাতে সদ্য প্রয়াত দুইবারের সংসদ সদস্য এনামুল হক জজ মিয়ার জীবনের সমাপ্তি ঘটে। মৃত্যূর পর তাকে নিয়ে নির্মম দুঃখ গল্প নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে ঠিক সেই মুহূর্তে নেত্রীর এমন দানশীলতার বিষয়টি মানুষের মাঝে কিছুটা প্রশংসনীয় করে তুলেছে।

এ বিষয়ে এনামুল হক জজ মিয়ার শেষজীবনের সঙ্গি স্ত্রী রুমা হক অনুদান প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, জাতীয় পাটির নেত্রী রওশন এরশাদ এমপি, প্রয়াত স্বামী এনামুল হক জজ মিয়ার বিভিন্ন সময় খোঁজ-খবর নিতেন।একমাত্র তার মানবিক সহায়তা হিসাবে প্রতি মাসে ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পেতেন বলে দাবী করে।রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ স্বামী জজ মিয়াকে খুবই স্নেহ করতেন বলেও জানান স্ত্রী রুমা হক ।

উল্লেখ্য, এনামুল হক জজ মিয়ার শেষ জীবন কেটেছে সরকারি আবাসনের ঘরে। মৃত্যুর আগে তাঁর ভাগ্যে জুটেনি ঔষধ ও খাবার কেনার টাকাও। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। এ নিয়ে চলছে সর্বত্র সমালোচনার ঝড়।

এ বিষয়ে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সাথে কথা বলতে চাইলে কিছু সীমাবদ্ধতার জন্য সম্ভব হয়নি।

ময়মনসিংহ,এনামুল হক জজ মিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত