শীতার্ত ও অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের স্মরণে অসহায়, দুস্থ্য ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে প্রয়াত সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের পুত্র শেখ খালিদ অরিন্দম তানের সৌজন্যে পিরোজপুর সদরে প্রায় ৭শত কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্ডিচরন পাল এ কম্বল বিতরণ করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদারের সঞ্চালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুন্নু সিকদার, শামছুল আলম লিটু, সুপন, তুলিপ, একে এম এনায়েতুল্লাহ্ বাবু, সালাউদ্দিন, কামাল ও তনু।