পাঁচ যাত্রী ও দুই ড্রাইভার আহত
নীলফামারীর চিলাহাটি রেল স্টেশনে রুপসা ট্রেনের সঙ্গে মিতালীর সংঘর্ষ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৫ | অনলাইন সংস্করণ
পারভেজ উজ্জ্বল, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মিতালী ট্রেনের সংঘর্ষে দুইজন চালক ও পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
সরজমিনে জানা যায়, আজ ১৮ জানুয়ারী বুধবার শিলিগুড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে নেয়ার জন্য পার্বতীপুর থেকে আসা একটি ইঞ্জিন চিলাহাটি এসে হোম সিগনালে দাঁড়িয়ে ছিল, এর মধ্যে সাড়ে আটটায় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে চালক হোম সিগনালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইঞ্জিন ২ টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ দূরে ছিটকে যায় যাত্রীদের মধ্যে ৫ জন সামান্য আহত হয়। তারা নিজ নিজ ব্যবস্থায় চিকিৎসা নিয়ে চলে যায়। আহত ২ জন চালকের মধ্যে ১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে জিআরপি ওসি সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে ঘটনাটি ঘটে। সেই রকম হতাহত হয়নি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন যাত্রীরা।