নোয়াখালীতে এশিয়ান টিভি`র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:০৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
দশ পেরিয়ে এগারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এ স্লোগান নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বাষির্কী পূর্তি এগারোতে পর্দাপন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, আলোচনাসভা, কেককাটা, ক্রেষ্ট প্রদান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূইয়া সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কমরত সিনিয়র জুনিয়র অধ-শতাধিক সাংবাদিক বৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আইনজীবি ফোরামের সভাপতি বি,ইউ,এম,কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ডা: মোহাম্মদ বোরহান উদ্দিন, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক লিয়াকত আলী খান, মেছবাহ উল হক মিঠু, নাছির উদ্দিন বাদল, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রেসক্লবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্যাহ কামরুল, আবু নাছের মন্জ্ঞু, আকাশ মো: জসিম, আকবর হোসেন সোহাগ, সাংবাদিক এফএ মাহবুবুর রহমান, আবদুর রহিম বাবুল, এম সালাহ উদ্দিন, মোজ্জামেল হোসেন কামাল, জাহাঙ্হীর আলম, আজাদ ভূইয়া, এ আর আজাদ সোহেল, একেএম শাহজাহান, মোসলেহ উদ্দিন, আবদুল মোতালেব, ইমাম উদ্দিন আজাদ, জুয়েল রানা লিটন, আসম হোসাইন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সোহেল, বিধান ভোমিক, ইকবাল হোসেন সুমন, মুনতানুর রহমান মান্না, ইফতেখারুল, আবু তাহের, মোজ্জামেল হোসেন, ইসফাক ইয়াছিন, নাসিম শুভ,আবু রায়হান সরকার, ইউনুছ শিকাদর বাহার, রিফাত মিজা, সাকিল আহাম্মদ, বোরহান উদ্দিন আদনান সবুজ, তসলিম শিকাদার, সাইফুল ইসলাম, আবদুল আজিজ, শাহরিয়ার শিফন, ইমরান হোসেন, জয়নাল আবেদীন, জামসেদ মনির, ইয়াছিন হাসান, রকি, সুমন সহ অন্যান্ সকল উপস্থিত ও ফোন দিয়ে শুভেচ্ছা জানানো সকল সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা মানিকভূঁইয়া ও এশিয়ান টিভির উত্তর উত্তর উন্নতি সমৃদ্ধ কামনা করেন। নোয়াখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ইয়াছিন আরাফাত র্যালীতে অংশ গ্রহণ করেন। পরে প্রেসক্লাবের সামনে থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে।