শ্রীপুরে জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:২৯ | অনলাইন সংস্করণ
মোশারফ হোসাইন তযু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ভূমি দস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি জহিরুল ইসলাম। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামে ভুক্তভোগির বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে জানা যায়, মজিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম দেড় বিঘা জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। বর্তমানে উক্ত জমির মূল্য বৃদ্ধি হওয়ায় স্থানীয় কয়েকজন ভূমিদস্যু ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল ও অভিযোগকারীকে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে। ভুক্তভোগির বাবা মজিবুর রহমান বলেন, প্রায় ৯০ বছর ধরে জমিটুকু আমাদের দখলে। সম্প্রতি জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে অভিযুক্তরা আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় গ্রামের জহিরুল ইসলাম কাজল, রেজাউল করিম রোজবেলসহ ছয়জনকে আসামী করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। এবিষয়ে অভিযোগকারী জহিরুল সংবাদকর্মীদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।