যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের জেল-জরিমানা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো, পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের খলিল আকন্দের ছেলে ইমন আকন্দ (২২), গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে শামীম মোল্লা (৩০) ও শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমির চর গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (৩০)। সেইসাথে অপর একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উক্ত উপজেলার যমুনা নদী থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ওই ৩ জনকে উল্লেখিত কারাদণ্ড ও অপর একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বেলকুচি, এনায়েতপুর থানা ও নৌ পুলিশ উপস্থিত ছিলেন।