ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফরিদগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ফরিদগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে পশ্চিম লাড়ুয়া গ্রামের ৩শতাধিক নারী, পুরুষ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) ওই গ্রামের পশ্চিম লাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে চাঁদপুর ফ্যামিলি কেয়ার হাসপাতাল (প্রাঃ)।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: ইউনুছ খান ও মেডিসেকল অফিসার ডা: আনিছুর রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীদের কথা চিন্তা করে আমরা বিনামূল্যে এই চিকিৎসা সেবার আয়োজন করেছি। কারণ অনেক মানুষ শহরে গিয়ে চিকিৎসা সেবা নেয়ার সামর্থ্য নেই। আজকে চিকিৎসা সেবার পাশাপাশি আমরা বিনামূল্যে কিছু ওষুধ দিয়েছি।

তারা আরো জানান, আমাদের এই চিকিৎসা সেবা কার্যক্রমে স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও আমরা এই ধরণের চিকিৎসা সেবা ক্যাম্প করার পরিকাল্পনা আছে।

চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত