ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, ওই উপজেলার কোনাগাতী গ্রামের মামুন (৩৫) ও কামারখন্দ উপজেলার চর ধোপাকান্দি গ্রামের খোকন (৪০)।

ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় শনিবার রাতে উল্লেখিত বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত