ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ইসলামের খেদমতে মাইজভান্ডার দরবারের অবদান অবিস্মরণীয়: চট্টগ্রামে তুরস্কের রাষ্ট্রদূত 

ইসলামের খেদমতে মাইজভান্ডার দরবারের অবদান অবিস্মরণীয়: চট্টগ্রামে তুরস্কের রাষ্ট্রদূত 

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর মোস্তফা ওসমান তুরান চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ এলাকা ঘুরে গেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারী) মাইজভান্ডার শরীফে মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৭তম বার্ষিক ওরশের প্রধান দিবস উপলক্ষে তিনি রবিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় ফটিকছড়ি এসে মাজার জিয়ারত শেষে সৌজন্য সাক্ষাৎ করেন ফটিকছড়ির এমপি ও ১৪ দলীয় জোট নেতা বিটিএফ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে।

এসময় গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, গাউছিয়া রহমান মঞ্জিলের শাহসূফী সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, সৈয়দ শাহাদাৎ উদ্দিন মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ইসলামের কল্যাণে মাইজভান্ডার দরবার শরীফের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে সুফিবাদ ও ইসলামের খেদমতে কাজ করছেন এখানকার পীর, অলিয়ে, শাহদাজাদাগন।

রাষ্ট্রদূতের সাথে ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, এ.কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাসেম খানসহ প্রমুখ।

রাষ্ট্রদূত,দরবার শরীফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত