বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:০১ | অনলাইন সংস্করণ
মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় ৬০ কোটি টাকা ব্যায়ে ৩৫টি প্রকল্পের উন্নয়মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে।
জানা যায়, গত ২০১৯ সালের ১৫ এপ্রিল উপ-নির্বাচনে বিপুল ভোটে বীরগঞ্জ পৌরসভায় পৌর মেয়র মো. মোশারফ হোসেন নির্বাচিত হয়েছিলেন। মেয়র নির্বাচিত হয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের রাস্তা পাকাকরণ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, পানি সরবরাহ লাইন, ময়লা আবর্জনা রাখার জন্য জমি ক্রয়, পাওয়ার হাউজ ভবন নির্মাণ, কবরস্থান সুরক্ষার জন্য প্রাচীর নির্মাণ মসজিদ, মাদ্রাসা, মন্দির, শশ্মান ঘাটসহ বিভিন্ন ধরনের উন্নয়মূলক কার্যক্রম করেন। এসব উন্নয়মূলক কাজ করার ফলে ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে সাধারণ ভোটারগণ মো. মোশারফ হোসেনকে পুনরায় নির্বাচিত করেছেন। পুনরায় মেয়র নির্বাচিত হয়েও পৌর এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে জনসেবা অব্যাহত রেখেছেন মো. মোশারফ হোসেন।
এক সাক্ষাতকারে পৌর মেয়র মো. মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই বীরগঞ্জ পৌরসভার সকল প্রকার উন্নয়ন করা সম্ভব হয়েছে। বীরগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। পৌরসভার সকল প্রকার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।