ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা

মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কর্তৃক মনোনীত এ্যাড.জাকারিয়া মোল্লা ও এ্যাড. মো. পারভেজ আলম পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ কোট সংলগ্ন জরিনা কমপ্লেক্সে ২য় তলায় কমিউনিটি সেন্টারে প্যানেল পরিচিতি সভায় এ্যাড. জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. মুজিবুর রহমান, এ্যাড. তোতা মিয়া, এ্যাড. আতাউর রহমান হিরু, এ্যাড. রোজিনা ইয়াছমিন, এ্যাড. ফারুক আহম্মেদ।

সভায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. মো. জাকারীয়া মোল্লা, সধারণ সম্পাদক এ্যাড. মো. পারভেজ আলম,সহ-সভাপতি এ্যাড.মো. শফিউদ্দিন আহম্মেদ, এ্যাড. মুহাম্মদ মজিবুর রহমান শেখ,সহ-সাধারণ সম্পাদক এ্যাড. আকলিমা আক্তার (সুপ্তি), কোষাধ্যক্ষ এ্যাড.মো. আফরান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক এ্যাড. মো. মমিনুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক এ্যাড. মো. সাখাওয়াত হোসেন সুজন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড.মোহাম্মদ মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অনন্যা ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য এ্যাড. মো. নুর হোসাইন, এ্যাড. মাহবুবুর রহমান, এ্যাড. মো. শাহীন আলম, এ্যাড.মো. সাইফুল বিন আলী এই মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আসছে ৩০ জানুয়ারী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট প্রদান করতে পারবেন।

আইনজীবি সমিতি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত