ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে হাতাহাতি

মানিকগঞ্জে চাঁদা আদায়কে কেন্দ্র করে হাতাহাতি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় চাঁদা আদায়কে কেন্দ্র করে মালিক সমিতি ও শ্রমিক লীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে দশটার সময় ঝিটকা স্ট্যাণ্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মজিবর রহমান ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো. সোবহানের সাথে চাঁদা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ঝিটকা সিএনজি স্ট্যাণ্ডের সুপারভাইজার শাহীন বলেন, মজিবর (২৩ জানুয়ারী) সকালে আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আমার উপর চড়াও হয়। সুপারভাইজার থাকতে হলে প্রতিদিন আমাকে চাঁদা দিতে হবে, এটা শ্রমিকলীগের সভাপতি সম্পাদকের নির্দেশ বলে দাবী করেন মজিবর। এসময় মালিক সমিতির সভাপতি সোবহান এগিয়ে এলে তাকেসহ আমার উপর হাত তুলে মজিবর।

মালিক সমিতির সভাপতি সোবহান মিয়া বলেন, মজিবর সুপারভাইজারের কাছে চাঁদা দাবী করলে আমি এগিয়ে যাই। কেন চাঁদা দিতে হবে বলতেই আমাকে মারধর করে।

এ বিষয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য মো. মজিবর রহমান বলেন, সিএনজি মালিক সমিতির নামে প্রত্যেক সিএনজি থেকে তারা প্রতিদিন ত্রিশ টাকা করে চাঁদা আদায় করে। আমি শ্রমিকদের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে তারাই আমাকে মারধর করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, উপজেলার প্রত্যেক স্ট্যাণ্ডে চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা আদায়,হাতাহাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত