অবৈধভাবে ইট ভাটায় কৃষি জমির মাটি ব্যবহার করায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিকের জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে অবস্থিত মেসার্স এ এন বি ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইটভাটার মালিককে অনুমোদনবিহীন কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদের অভিযানে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। এসময় পুলিশ বিভাগের সৈয়দপুর থানার একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।