কক্সবাজারে দিনব্যাপী 'এনফোর্সমেন্ট' অভিযান

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:৫০ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কক্সবাজার শহরের বদরমোকাম কস্তুরী ঘাট,  ঈদগাহ মাছুয়াখালী ও হাজীপাড়া সদর এলাকায় প্যারাবন কর্তন, জলাশয় ভরাট, বালি উত্তোলন, পাহাড় কর্তন ও খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সোমবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মাণসামগ্রী জব্দ এবং ২ টি ড্রেজার নষ্ট করা হয়।কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া এই অভিযানে নেতৃত্ব দেন। 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার এর পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, লিংকরোড় বিট কর্মকর্তা সোহেল হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, পরিবেশ বিধ্বংসী বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।