নীলফামারীতে সনাকের আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং গুনগত শিক্ষাসেবার মানোন্নয়নে অভিভাবকগণের ভূমিকা’ শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। 

আজ বুধবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং নীলফামারী সদর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. জহুরুল হক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাফিজুল ইসলাম, রামনগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মো. ওবায়দুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক সরকার, সনাক সদস্য এবং নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্সট্রিজের প্রেসিডেন্ট জনাব প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু।

দুই ঘন্টাব্যাপী নাগরিক সমাবেশে অভিভাবকসহ  ইউনিয়নের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এলাকাবাসী, শিক্ষার্থী, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।