ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচন, আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দৌড়

নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচন, আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দৌড়

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে সুপরিচিত পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণার পর মাঠে নেমেছেন উপজেলার ১২ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ দিগুণ উৎসাহে মাঠে নেমেছেন। ঘোষিত তফসিল মতে আগামী ১৬ মার্চ এই উপজেলা পরিষদ নির্বাচন।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে সুপরিচিত নাজিরপুর উপজেলা। হোক জাতীয় নির্বাচন কিংবা স্থানীয়, উপনির্বাচন, একটি ছাড়া সব নির্বাচনে বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন এখানে।

জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন পর চলতি বছরের ১ নভেম্বব জেলার নাজিরপুর উপজেলা পরিষদের চেয়াম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যায়। তিনি উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়াম্যান ছিলেন। শূন্য হওয়ার পর থেকে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়রম্যানকে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এ গুঞ্জনের মধ্যে প্রচার-প্রচারণায় আওয়ামী লীগ নেতার ফেসবুক পোস্টারসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নৌকা মার্কার মনোনয়ন বাগিয়ে নিতে নানা ধরণের তৎপরতা শুরু করেছেন। নৌকা মার্কার প্রার্থী হতে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুনে প্রার্থী হওয়ার আগাম শুভেচ্ছা জানান দিয়ে যাচ্ছেন বেশকিছু সম্ভব্য প্রার্থীরা।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার একটি আদেশ উপজেলা নির্বাচন অফিসে পাঠানোর পর নৌকা প্রতীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভব্য প্রার্থীরা হলেন, নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (তৃতীয় বারের মতো নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাজিরপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়), নাজিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের চেয়াম্যান প্রয়াত মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের বড় ছেলে কামনা শীষ হালদার রতন। তিনি বাবার পদে আসীন হতে নৌকার মনোনয়ন চেয়ে প্রচার শুরু করেছেন।

সাবেক উপজেলা চেয়াম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট দিপ্তীষ চন্দ্র হালদার (৪র্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়া) মনোনয়ন প্রত্যাশী।

এছাড়াও শেখ মাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাস্টার মো: ওয়ালিউল্লাহ, ডা: দীপঙ্ককর নাগ, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন বেপারী, জেলা পরিষদ সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তুহিন হালদার তিমিরের নাম বিভিন্ন হোটেল, রেস্তরা, চায়ের দোকান, ক্লাব সংঘ সমিতিতে দলীয় মনোনয়ন লাভের বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।

নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল জানান, কেন্দ্রীয় নির্দেশ পেলে প্রার্থী মাঠে নামবে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. রিয়াজুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, উপজেলা পরিষদে কে হবেন দলীয় প্রার্থী এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, উপজেলা পরিষদের উপনির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়ন জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, আপিল দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, আপিল নিস্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি। ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত নাজিরপুর উপজেলার সর্বমোট ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ১৭৪ জন ও মহিলা ৭৫ হাজার ৯০৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫৯ টি।

আওয়ামী লীগ,পিরোজপুর,উপনির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত