সিরাজগঞ্জে প্রেমের টানে নব শ্বাশুড়িকে নিয়ে জামাই উধাও
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে প্রেমের টানে নব শ্বাশুড়িকে নিয়ে মেয়ের জামাই উধাও হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২ মাস আগে ওই গ্রামের মন্টু খাঁ’র ছেলে সুলতান খাঁ (২৫) একই গ্রামের স্কুল ছাত্রীকে বিয়ে করে গভীর প্রেমের টানে। বিয়ের পর থেকে জামাই ও নব শ্বাশুড়ির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে এ প্রেমের টানে নব শ্বাশুড়িকে নিয়ে মেয়ের জামাতা শনিবার সন্ধ্যায় পালিয়ে গেছে। নব শ্বাশশুড়ির স্বামীসহ ছেলে ও মেয়ে রয়েছে।
এ বিষয়ে গনমাধ্যমকর্মীরা নব শ্বাশুড়ির বাড়িতে জানতে গেলে কেউ কথা বলেনি।
তবে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। মেয়ের জামাই শ্বাশুড়িকে নিয়ে লাপাত্তা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃৃধা আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনা মৌখিকভাবে শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি বলে তিনি উল্লেখ করেন।