ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রেম করে বিয়ে, বিষপানে গৃহবধূর মৃত্যু 

সিরাজগঞ্জে প্রেম করে বিয়ে, বিষপানে গৃহবধূর মৃত্যু 

সিরাজগঞ্জে প্রেম করে বিয়ে করেও সংসার করা হলোনা। অবশেষে বিষপানে আত্মহত্যা করেছে গৃহবধূ প্রেমিকা আশা মনি (২০)। এ ঘটনাটি ঘটেছে জেলার তাড়াশ উপজেলার শিলন গ্রামে। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় এক বছর আগে ওই গ্রামের আশা মনির সাথে প্রেম করে বিয়ে করে আরিফুল ইসলাম। এ বিয়ে করলেও আরো একটি স্ত্রী থাকায় তাকে ঘরে নিতে পারেনি প্রেমিক আরিফুল। এমতাবস্থায় প্রায় ২ মাস আগে ওই গৃহবধূ বাড়িতে এসে প্রথমে চাচার বাড়ি ও পরে সাবেক ইউপি মেম্বর নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে অবস্থান করছিল। সেখানে সোমবার (২৩ জানুয়ারি) গভীর রাতে বিষপান করে গৃহবধূ। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

প্রেম,বিয়ে,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত