ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিলসহ পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদানমূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বদ‌লে অস্ত্র তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতারা। এসময় শিক্ষাক্রম-২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানান সংগঠন‌টির নেতারা। তারা আরও বলেন, দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফরিদুদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মুহা. মনিরুজ্জামান হুজাইফা, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের খতীব মোহাম্মদ যাইনুল আবেদীন জমেরী প্রমুখ ।

শিক্ষাক্রম,সংস্কার,মানববন্ধন,স্মারকলিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত