সিরাজগঞ্জে দুই অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ বিচারক সুপ্রিয়া রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলো, পাবনা সদর উপজেলার ভাউডাঙ্গা কালুরপাড়া গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব (৩৫) ও একই এলাকার খয়ের বাগান গ্রামের হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (৩৪)। এদের মধ্যে আব্দুল ওহাব পলাতক রয়েছে। ওই আদালতের এপিপি মহসিন খান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জর ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাদাই এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে দু’টি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশের এ মামলার তদন্তে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুল ওহাবের বাড়ি থেকে আরো ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। এ মামলা চলাকালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে রয়েছে আব্দুল ওহাব। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ওই ২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।