বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালিত

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

সারা বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় ”অর্থনীতির সমৃদ্ধি কাস্টমস এর মূলনীতি” এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো কাস্টমস দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।

যশোরের কাস্টমস কমিশনার জবাব মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জনাব এস এম হুমায়ূন কবির মাননীয় প্রেসিডেন্ট কাস্টমস, এক্সাইজ ও আপিলাত ট্রাইবুনাল, ঢাকা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মো: আব্দুল হাকিম, যুগ্ন কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক লতা, সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু। এছাড়াও কাস্টমস্ হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মো: আবদুল হাকিম বলেন যে, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রুততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর কমিশনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। Knowledge sharing এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করে তোলায় প্রধান অতিথিসহ সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।