ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ৭ দিন বর্ধিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলে মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিউশন সেন্টারে তারা এই সংবাদ সম্মেলন করেন। এর আগে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো বরাবর লিখিতভাবে একই আবেদন করেছের তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মেলার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ছালাউদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক মাহবুব আলমসহ মেলার অংশ নেয়া ব্যবসায়ীরগণ।

এ সময় লিখিত বক্তব্যে তারা জানান, পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আয়োজিত ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু থেকেই তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়। সে কারণে সময়মতো মিস্ত্রী কারিগর না পাওয়াতে তাদের স্টল প্যাভিলিয়ন নির্মাণ কাজে চরম ব্যাঘাত ঘটে। এছাড়া শীতে ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ছিল অনেক কম। পাশাপাশি পূর্বাচল ৩০০ ফিট সড়কে ম্যারাথন দৌড়ের আয়োজন, সংস্কার কাজ চলমান, বাইপাস সড়কের উন্নয়ন কাজসহ দুই দফা বিশ্ব ইজতেমার কারনে বাইপাস সড়কে ছিল তীব্র যানজট। এ কারনে চলতি আসরে কাঙ্খিত ক্রেতা দর্শনার্থী মেলায় আসেননি। তাই বিনা ভাড়ায় আরও ৭ দিন সময় বাড়ানোর অনুরোধ করেন তারা। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ব্যবসায়ীবান্ধব সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করেন।

এ বিষয়ে রপ্তানী উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের আবেদনটি তারা বাণিজ্য মন্ত্রণায়লে পাঠিয়েছেন। সময় বাড়বে সিদ্ধান্ত নেবেন বাণিজ্য মন্ত্রণালয়।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা,ব্যবসায়ী কল্যান সমিতি,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত