ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। ওই চরাঞ্চলের খাস পুখুরিয়া, খাসকাউলিয়া ও ঘোরজানসহ বিভিন্ন গ্রামের ৩ হাজার শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, নাসরিন আক্তার, ওসি হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ ও আবুল কালাম আজাদ মোল্লাসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,চৌহালী,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত