ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে ‘গোপন বৈঠক’ থেকে বোমাসহ জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

ফেনীতে ‘গোপন বৈঠক’ থেকে বোমাসহ জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন নেতা-কর্মীকে বোমা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকাস্থ জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনাকালে ৫টি ককটেল ও জিহাদী বইসহ ১২ জনকে আটক করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে ফেনী জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের দেয়া বক্তব্য প্রত্যাক্ষাণ করে জানান, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিলো। সেখানে নাশকতার পরিকল্পনা সভার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট।

জামায়াতে ইসলামী,নেতাকর্মী,সরঞ্জাম,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত