ভূরুঙ্গামারীতে কয়েক বিঘা ইরি চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগাছা মারা বিষ দিয়ে দুবৃত্তরা পুড়িয়ে ফেলেছে কয়েক বিঘা জমির ইরি চারা গাছ। প্রায় ৭০ বিঘা জমিতে এই চারা লাগানো যেত বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ-চান্দনিয়া গ্রামে।

ক্ষতিগ্রস্থ কৃষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ উদ্দিন (৮০), জায়দুল (২৫), কফিল (৩০) দুলাল (৫০) জানান, গত বৃহস্পতিবার রাতে দুবৃত্তরা তাদের জমিতে লাগানো ইরি চারা ক্ষেতে আগাছা মারার বিষ প্রয়োগ করে। তারা গত শুক্রবার দেখতে পায় চারা গাছ পুড়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এখন মেশিন দিয়ে জমি তৈরী করে চারার অভাবে তারা ধান লাগাতে পারছেননা।

বিরাজ রাসেল ও আব্দুস সালাম জানান, আমাদের লাগানো  চারা ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে। বিঘা প্রতি তিন হাজার টাকা দিয়েও চারা গাছ পাওয়া যাচ্ছেনা। কিভাবে ১২ জন কৃষকের প্রায় ৭০ বিঘা জমিতে চারা লাগাবেন এ নিয়ে দুঃচিন্তায় রয়েছেন তারা। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানায়  একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ময়নুল হোসেন ঘটনাটি শুনেছেন বলে জানান।

ভুরুঙ্গামারী থানার ওসি তদন্ত আজাহার আলী বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।