ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার চর কদমপাল গ্রাম থেকে গৃহবধূ তারা বানুর (৪২) লাশ করেছে পুলিশ। নিহত গৃহবধূ চর কদমপাল গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

সদর থানার ওসি (তদন্ত) নান্নু খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ঋনের কারণে পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে শনিবার দুপুরে ওই গৃহবধূ নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

সিরাজগঞ্জ,গৃহবধূ,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত